Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২২, ২০১৯ ১১:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » লাইফ স্টাইল » জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি! 
শুক্রবার জানুয়ারি ৪, ২০১৯ , ১১:৫২ পূর্বাহ্ণ
Print this E-mail this

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!


দেশের স্বনামধন্য ষ্টেশনারী প্রোডাক্ট কোম্পানি Eglur জন্য দেশের প্রতিটি উপজেলায় একজন করে সেলস ম্যান নিয়োগ দেবে। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই যেকোন শাখায় এইচএসসি /সমমান পাস হতে হবে এবং মার্কশীটের পয়েন্ট নুন্যতম ৩.৫০ হতে হবে। তবে অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই।

শর্তসমুহঃ১/ আবেদনকারী অবশ্যই বাবা-মা সুত্রে বংশগত বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কথা-বার্তা বলার ধরন দ্রুতগতিসম্পন্ন ও মাধুর্য মিশ্রিত হতে হবে।

২/ আবেদনকারী অত্র প্রতিষ্ঠানে আগে কখনো আবেদন করে থাকলে নতুন আবেদন গ্রহনযোগ্য নয়।

৩/ কমপক্ষে আবেদনের শেষ তারিখের  ১২ ঘন্টা পর্যন্ত আবেদন গ্রহন যোগ্য।

৪/ আবেদন অবশ্যই প্রতিষ্ঠান প্রদত্ত ই-মেইল ঠিকানায় করতে হবে এবং ঢাকার আশে-পাশের আবেদনকারী সরাসরি মোবাইল ফোনের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন।অথবা যারা মেইল করতে অক্ষম তারাও সরাসরি  মোবাইল ফোনে আবেদন করতে পারেন।

বেতন স্কেল সর্বনিম্ন ১০,০০০ থেকে আলোচনাসাপেক্ষ।

আবেদনের ঠিকানাঃeglubrand02000@gmail.com

মোবাইলঃ +8801316169284 – ৭/০০১ বাড়ি নং ১২, লাল মাটিয়া হাউজিং সোসাইটি,ঢাকা।

Archives
Image
বড়কাপন টু শ্রীপুর সড়ক দখল করে হাঁসের খামার!
Image
আসামী ছিনিয়ে নিতে এসে বিজিবির গুলিতে নিহত বিএসএফ জওয়ান ; আহত-১
Image
বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ড প্রতিরোধ মহড়া অনুষ্ঠিত
Image
বরিশালে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ
Image
২০০ রকমের জুস আইটেম নিয়ে এক্সপার্ট সজীবের আয়োজন(ভিডিও সহ)