Current Bangladesh Time
সোমবার আগস্ট ২৬, ২০১৯ ১১:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » লিড-নিউজ » বোরো ধানের ন্যায্য মূল্যের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন 
বৃহস্পতিবার মে ১৬, ২০১৯ , ৭:০৩ অপরাহ্ণ
Print this E-mail this

বোরো ধানের ন্যায্য মূল্যের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন


দিনাজপুর প্রতিনিধিঃ

বোরো ধানসহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রদান করে কৃষকদের বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে বৃহস্পতিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ঘণ্টা ব্যাপী তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের কৃষকরাই খাদ্য নিরাপত্তা রক্ষার মূল নায়ক। অথচ কৃষকরাই তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে নিষ্পেষিত ও নিঃস্ব হচ্ছে।

তারা আরও বলেন, কৃষকরা না বাঁচলে এই দেশ বাঁচবে না। তাই সোনার বাংলাদেশ গড়তে কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রদান করে কৃষকদের বাঁচানোর দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন, হাবিপ্রবির শিক্ষার্থী মারুফ হাসান, জাহিদ শিয়াব, মো. রাজিব, আব্দুল মান্নান, রুবায়েত পৃথ্বী, মুশফিকুর রহমান প্রমুখ।

Archives
Image
মঠবাড়িয়ায় আওয়ামীলীগের ১৫ আগষ্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
Image
ঝালকাঠিতে অতিরিক্ত ভাড়া আদায়; ভ্রাম্যমান আদালতের অভিযান
Image
র‌্যাব-১০ এর বিশেষ অভিযানে ভুয়া মেজর আটক
Image
প্রখ্যাত কথাসাহিত্যিক শরীফ আহমেদ এর গল্প- ভালোবাসার নীলিমা
Image
প্রখ্যাত কথাসাহিত্যিক শরীফ আহমেদের গল্পঃ “পাহাড়ধ্বস”