Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২২, ২০১৯ ১১:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » খেলাধুলা » শিরোপা জয়ের জন্য বাংলাদেশের চাই ২১০ 
শুক্রবার মে ১৭, ২০১৯ , ১১:০৭ অপরাহ্ণ
Print this E-mail this

শিরোপা জয়ের জন্য বাংলাদেশের চাই ২১০ক্রীড়া ডেস্ক:

সপ্তমবারের মতো কোনো আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে শিরোপা আগে কখনওই জেতা হয়নি টাইগারদের।

এবারে সে হতাশা কাটিয়ে ইতিহাস গড়ার পালা মাশরাফি বিন মর্তুজা বাহিনীর। তবে তাদের সামনে দাঁড়িয়ে গেছে বিশাল লক্ষ্য। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শিরোপা জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে করতে হবে ২১০ রান।

শুক্রবার (১৭ মে) ডাবলিনের ম্যালাহাইডের দ্য ভিলেজ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২৪ ওভারে ১ উইকেটে ১৫২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

তাদের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন শাই হোপ। ২৩তম ওভারের চতুর্থ বলে তাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। সীমানার কাছে দুর্দান্ত এক ক্যাচ ধরেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া সুনীল আমব্রিস ৬৯ ও ড্যারেন ব্রাভো ৩ অপরাজিত থাকেন।

এ দিন উইন্ডিজের ইনিংসের ২০.১ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে প্রায় সোয়া পাঁচ ঘণ্টা। তখন তাদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৩১ রান। এরপর বৃষ্টি থামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৪ ওভারে। শিরোপা জয়ে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২১০ রানের।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ : ১৫২/১ (২৪ ওভারে) (হোপ ৭৪, আমব্রিস ৬৯*, ব্রাভো ৩*; মাশরাফি ০/২৮, সাইফউদ্দিন ০/২৯, মুস্তাফিজ ০/৫০, মোসাদ্দেক ০/৯, মিরাজ ১/২২, সাব্বির ০/১২)।

Archives
Image
বড়কাপন টু শ্রীপুর সড়ক দখল করে হাঁসের খামার!
Image
আসামী ছিনিয়ে নিতে এসে বিজিবির গুলিতে নিহত বিএসএফ জওয়ান ; আহত-১
Image
বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ড প্রতিরোধ মহড়া অনুষ্ঠিত
Image
বরিশালে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ
Image
২০০ রকমের জুস আইটেম নিয়ে এক্সপার্ট সজীবের আয়োজন(ভিডিও সহ)