Current Bangladesh Time
সোমবার আগস্ট ২৬, ২০১৯ ১১:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নেত্রকোনায় শিশুর কাঁটা মাথাসহ জনতার হাতে আটক যুবক; গনপিটুনীতে নিহত 
বৃহস্পতিবার জুলাই ১৮, ২০১৯ , ৫:২১ অপরাহ্ণ
Print this E-mail this

নেত্রকোনায় শিশুর কাঁটা মাথাসহ জনতার হাতে আটক যুবক; গনপিটুনীতে নিহত


 

স্টাফ রিপোর্টার –

ছয় থেকে সাত বছর বয়সী শিশুর কাটা মাথা ব্যাগে নিয়ে ঘোরাফেরা করার সময় নেত্রকোণা শহরের নিউ টাউন এলাকায় অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১ টার দিকে শহরের নিউটাউন পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হরিজন পল্লীতে এক যুবককে ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। সন্দেহ হলে ধাওয়া করে তাকে ধরে ফেলে তারা। এসময় যুবকের ব্যাগে এক শিশুর দেহহীন মাথা দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। বেধড়ক পিটুনি দেয়া হয় ওই যুবককে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে কাটলী এলাকার বাসার পাশে নির্মানাধীন একটি ভবন থেকে ঐ শিশুটির দেহ উদ্ধার করা হয়। আট বছরের শিশুটির নাম সজীব বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। নিহত যুবক রবিনের বাড়িও কাটলী এলাকাতেই।

Archives
Image
মঠবাড়িয়ায় আওয়ামীলীগের ১৫ আগষ্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
Image
ঝালকাঠিতে অতিরিক্ত ভাড়া আদায়; ভ্রাম্যমান আদালতের অভিযান
Image
র‌্যাব-১০ এর বিশেষ অভিযানে ভুয়া মেজর আটক
Image
প্রখ্যাত কথাসাহিত্যিক শরীফ আহমেদ এর গল্প- ভালোবাসার নীলিমা
Image
প্রখ্যাত কথাসাহিত্যিক শরীফ আহমেদের গল্পঃ “পাহাড়ধ্বস”