Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ২১, ২০১৯ ১১:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শরিয়তপুর সদর হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ 
বৃহস্পতিবার সেপ্টেম্বর ৫, ২০১৯ , ৮:০৬ পূর্বাহ্ণ
Print this E-mail this

শরিয়তপুর সদর হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ


শরিয়তপুর থেকে সাইফুল ইসলাম-

শরিয়তপুর সদর হাসপাতাল থেকে একটি নবজাতক চুরির   সংবাদ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে,
বুধবার দুপুর দুইটার দিকে রহিমা নামে এক রোগীকে সিজার করা হয়, রোগী স্বামী মোঃ আনিছ উদ্দিন সাংবাদিকদের বলেন যে গত কাল সেভ ডেলিভারী সেন্টার এন্ড সার্জিক্যাল হোমে এল্যাটা করছি সেখানে ডাঃ মোঃ আব্দুল্লাহ এম,বি,বি,এস,ডি,এম, ইউ, তও্বাবধায়ক শরিয়তপুর সদর হাসপাতাল, বলে যে আপনার স্রীর পেরে দুটি সন্তান একটি ছেলে আর একটি মেয়ে,
চার তারিখ ভোর পাঁচটার দিকে আমার স্রী পেটে ব্যাথা সুরু হয় আমি সাথে সাথে শরিয়তপুর সদর হাসপালে নিয়ে আসি সেখানে ভর্তি করি।
দুপর দুইটার দিকে আমার সিজার করা হয়, সিজার করে ডাঃ সাজেদা খাতুন, জুনিয়ার কনসালটেন্ট (গাইনী)
সে সুধু আমাকে একটি বাচ্চা দেন কিন্তুু আমার আর একটা বাচ্চা কোথা।
সিজার শেষে দেখতে চাইলে আমাকে নার্স ঘার ধাক্কা দিয়ে বের করে দেয়, আমি পালং মডেল থানায় অভিযগ করেছি। মডেল থানার ওসি আসলাম উদ্দিন সাথে সাথে ঘটনা স্থান পরিদর্শন করে তিনি বলেন যে এটা এ্যালটা রিপিট যদি ভুল হবে থাকে আমার এটা সঠিক ভাবে তদন্ত করে দেখব যদি রিপিট সঠিক হয় তাহলে আইনের আওতায় আনা হবে।
শরিয়তপুর সদর হাসপাতালের আর এম ডাঃ সুমন পোদ্দার সাংবাদিকদের বলে যে এরকম ঘটনা কখনো ঘটেনি সে বলে যে যেই ফ্রিলিম সেভ ডেলিভারী সেন্টার থেকে দিয়েছে হয়তো সেটা ভুল রিপিট আসছে।

Archives
Image
মেয়র হানিফ উড়ালসেতুতে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল
Image
লোহাগড়ায় ত্রিবার্ষিক সম্মেলন নিয়ে আওয়ামী নেতাকর্মীদের ক্ষোভ
Image
বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত
Image
রাজাপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত
Image
বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করবে ফিলিস্তিন